এক নজরে জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর
রংপুর জেলার সমাজসেবা অধিদফতরের সমাজসেবা কার্যালয়ের কর্মসূচী সমূহঃ
বাংলাদেশে সমাজসেবা কার্যক্রম শুরম্ন হয় ১৯৫৫ সালে। দরিদ্র, ভূমিহীন, এতিম, প্রতিবন্ধী, বয়স্ক, অসহায় ও পশ্চাৎপদ শ্রেণীর নারী ও পুরম্নষদের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের জন্য দেশে সমাজসেবা অধিদফতর বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। তন্মধ্যে যে কয়েকটি কর্মসূচী রংপুর জেলার সমাজসেবা কার্যালয়ে বাসত্মবায়িত হচ্ছে নিমেণ তার সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলোঃ
০১। বয়স্ক ভাতা কার্যক্রমঃ বয়স্ক নাগরিকদের সামাজিক নিরাপত্তা বিষয়ে সরকার অতিশয় যত্নবান। এ অবস্থায় বার্ধক্য জনিত কারনে দৈহিক পরিশ্রমে অক্ষম ও দুঃস্থ ব্যক্তিদের সাহায্যের লক্ষ্যে সরকার ১৯৯৭-৯৮ অর্থবছর হতে এ কার্যক্রমটি শুরু করে। এ কার্যক্রমের আওতায় রংপর জেলায় ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত ৬৫২২৪ জন বয়স্ক ব্যক্তি প্রতিমাসে ৫০০/- হারে ভাতা পাচ্ছেন। ২০১৭-১৮ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দ ৬৫২২ জন (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) সর্বমোট বরাদ্দ ৭১৭৪৬ জন। এ ভাতা তাদের সামাজিক নিরাপত্তা মর্যাদা, ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও দূর্দশা লাঘবে সহায়তা করছে।
০২। বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রমঃ বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ভাতা প্রদান কর্মসূচী চালু করা সরকারের একটি যুগোপোযোগী পদক্ষেপ। ১৯৯৯ সাল হতে কার্যক্রমটি শুরু হয়। বর্তমানে এ কার্যক্রমের আওতায় রংপুর জেলায় ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত ২৫৪৮৯ জন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা প্রতিমাসে ৫০০/- টাকা হারে ভাতা পাচ্ছেন। ২০১৭-১৮ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দ ২২৭১ জন (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) সর্বমোট বরাদ্দ ২৭৭৬০ জন। এ ভাতা তাদের অবস্থার উন্নয়নে পথ সুগম করছে।
০৩। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমঃ মাতৃভূমির স্বাধীনতার জন্য যেসব বীর মুক্তিযোদ্ধা জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন এবং নানা কারনে যারা বর্তমানে নিমণ আয়ের মধ্যে জীবন যাপন করছেন তাদের জন্য গত ০৬/০৯/২০০০ খ্রি. তারিখ হতে মাসিক ভাতা প্রদানের সিদ্ধামত্ম গৃহীত হয় এবং ১৫/১১/২০০০ খ্রি. তারিখ হতে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম কাজ শুরু হয়। এ কার্যক্রমটি শুরু হতে এ পর্যন্ত রংপুর জেলায় ১২৮৬ জন বীর মুক্তিযোদ্ধা মাসিক ১০,০০০/- টাকা হারে প্রতিমাসে সম্মানী ভাতা পেয়ে আসছেন।
০৪। অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমঃ বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধ পরিকর। অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল শ্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে সদাশয় সরকার ২০০৫-০৬ অর্থ বছর হতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচীটি প্রবর্তন করে। এ কর্মসূচীর আওতায় রংপুর জেলায় ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত ১৬১৯৯ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তি ৭০০/- টাকা করে প্রতি মাসে ভাতা পেয়ে আসছেন। ২০১৭-১৮ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দ ১৪৫৮ জন (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) সর্বমোট বরাদ্দ ১৭৬৫৭ জন।
০৫। হিজড়া জনগোষ্টির জীবনমান শীর্ষক উন্নয়ন কার্যক্রম (বিশেষ/বয়স্ক ভাতা): হিজড়া সম্প্রদায় সকল নাগরিক সুবিধা ভোগের অধিকার সমভাবে প্রাপ্য হলেও তারা পরিবারিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষ্যম্যের শিকার বলে প্রতীয়মান হওয়ায় সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমটি ২০১৫-১৬ অর্থ বছর হতে শুরু করে। রংপুর জেলায় এ কার্যক্রমরে আওতায় ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত ৫৬ জন হিজড়াকে মাসিক ৬০০/- টাকা হারে বিশেষ ভাতা হিসেবে বিতরণ করা হয়েছে এবং ২০১৭-১৮ অর্থ বছরে অতিরিক্ত ০৯ জন (বাস্তবায়ন প্রক্রিয়ায়ীন) সর্বমোট ৬৫ জন।
০৬। বেদে ও অনগ্রসর জনগোষ্টির জীবনমান উন্নয়ন শীর্ষক কার্যক্রম (বিশেষ/বয়স্ক ভাতা): বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সরকার ২০১৫-১৬ অর্থ বছর হতে বয়স্ক/বিশেষ ভাতা কর্মসূচীটি চালু করে। তারই ধারাবাহিকতায় রংপুর জেলায় ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত ২২০ জন বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী বয়স্ক/বিশেষ ভাতা হিসেবে ৫০০/- টাকা হারে বিতরণ করা হয়েছে এবং ২০১৭-১৮ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দ ৪৪ জন (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) সর্বমোট বরাদ্দ ২৬৪ জন।
০৭। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রমঃ দেশের সকল নাগরিকদের শিক্ষা লাভের সুযোগ একটি মৌলিক অধিকার। অন্যান্য নাগরিদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ ও অধিকার প্রদানের নিমিত্তে দরিদ্র, সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশু কিশোরদের শিক্ষা লাভের সহায়তা হিসেবে এ কর্মসূচী প্রবর্তণ করা হয়েছে। এ কার্যক্রম শুরু হয় ২০০৭-০৮ অর্থবছরে। রংপুর জেলায় ২০১৭-১৮ অর্থ বছর পর্যন্ত উপকৃতের সংখ্যা ২২৯২ জন।
০৮। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন করণঃ ১৯৬১ সালের ভলান্টারী এজেন্সিস রেজিষ্ট্রেশন ও কন্ট্রোল এ্যাক্ট এর অধীনে ৮৫১ টি স্বেচ্ছাসেবী সংস্থাকে নিবন্ধন করা হয়েছে। এ সংস্থাগুলি এলাকার বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজের মাধ্যমে জনগনের প্রশিক্ষণ, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, পরিবেশ উন্নয়ন এবং দারিদ্রদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিবন্ধিত এতিমখানার সংখ্যা ৮৪ টি। ক্যাপিটেশনগ্রান্ড প্রাপ্ত এতিমখানার সংখ্যা ৬২।
০৯। প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিসঃ একটি অন্যতম সামাজভিত্তিক অপরাধ সংশোধনমূলক কার্যক্রম কোন ব্যক্তি আইনের দৃষ্টিতে যখন দোষী হয় তখন বিচারের চুড়ামত্ম সিদ্ধামত্ম বিচার স্থগিত রেখে কর্তব্যরত প্রবেশন অফিসারকে অপরাধীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা অনুসন্ধান করে রিপোর্ট নেয়া হয়। রিপোর্ট যদি প্রবেশন কর্মকর্তা পর্যবেক্ষণ সম্ভব বলে মতামত প্রদান করে তাহলে তাকে দন্ড স্থগিত রেখে প্রবেশন কর্মকর্তার মাধ্যমে সংশোধনের সুযোগ দেয়া হয়। প্রত্যেক উপজেলা/শহর সমাজসেবা কর্মকর্তাগণ প্রবেশন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন। প্রথমবারের অপরাধী ও লঘূ অপরাধে দন্ডিত অথবা বিচারাধীন অপরাধীদের জেলখানায় না রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে কেইসওয়ার্ক, সংশোধন, সামাজিকীকরণ ও অন্যান্য আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে ১৯৬০ সালে দ্য প্রবেশন এন্ড অফেন্ডার্স অডিন্যান্স এর আওতায় পারিবারিক ও সামাজিকভাবে পুনর্বাসন করার লক্ষ্যে ৭০টি ইউনিটে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে শিশু আইন ২০১৩ এর ৫(৩) ধারা মোতাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রবেশনের ক্ষমতা দেয়া হয়েছে।
১০। এসিডদগদ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমঃ এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমটি ডিসেম্বর ২০০২ সালে শুরম্ন হয়। এ কার্যক্রমে এসিডদগ্ধ মহিলাদের চিকিৎসা, প্রশিক্ষণ, ঋণ প্রদান ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসন করে তাদের অসহায় দুর্বিসহ জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে আত্ননির্ভরশীল করা হয়। শারীরিক প্রতিবন্ধীদের আত্ননির্ভরশীল এবং উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে পরিনত করে তাদের পরিবার ও সমাজে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ঋণ প্রদান করে আর্থ-সামাজিক উন্নয়ন করা হয়। রংপুর জেলায় বর্তমানে ১৪৯৩৫১৫০/- টাকা বিনিয়োগ করা হয়েছে উপকৃতের সংখ্যা ১৪১৯টি পরিবার।
১১। দগ্ধ জনিত কারনে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রকল্পঃ এ প্রকল্পটি এপ্রিল ২০০২ সালে শুর হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দগ্ধ জনিত কারনে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ব্যক্তিদের চিকিৎসা, প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা প্রদান করে তাকে শারীরিকভাবে সুস্থ করে কর্মক্ষম, উপর্জনশীল দক্ষ মানব সম্পদে পরিণত করে আত্ননির্ভরশীল করা হয়। রংপুর জেলায় এ পর্যমত্ম ২৮ জন দগ্ধ জনিত ক্ষতিগ্রস্থ মানুষকে আর্থিক সহায়তা প্রদান করে হয়েছে।
১২। শহর সমাজসেবা কার্যক্রমঃ রংপুর জেলার শহর সমাজসেবা কার্যালয়ের আওতাধীনে সিটি কর্পোরেশন এলাকায় ১৯৬৩ (সাবেক পৌরসভা) সাল থেকে এ কার্যক্রম বাসত্মবায়িত হয়ে আসছে। এলাকার দরিদ্রদের সংগঠিত করে প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা প্রদান করে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন করা হচ্ছে।
ক) প্রশিক্ষণকর্মসূচীর তথ্যাদিঃ
ক্রমিক নং |
ট্রেডের নাম |
কোর্স সমাপ্তকারী প্রশিক্ষনার্থীর সংখ্যা |
০১ |
কম্পিউটার |
৯৬৩১ জন |
০২ |
সেলাই |
৫৪৬ জন |
১৩। সামাজিক অর্থনৈতিক কেন্দ্রঃ শিক্ষিত বেকার যুবতীদের প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে আত্নকর্মসংস্থান সৃষ্টি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্যে। বর্তমানে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচী চালু রয়েছে।
ক) প্রশিক্ষণ কর্মসূচীর তথ্যাদিঃ
ক্রমিক নং |
ট্রেডের নাম |
কোর্স সমাপ্তকারী প্রশিক্ষনার্থীর সংখ্যা |
০১ |
কম্পিউটার |
৩০৯২ জন |
০২ |
সেলাই |
২৩৩৩ জন |
১৫। সরকারী শিশু পরিবার (বালিকা) : সমাজে অবহেলিত দুঃস্থ, অনাথ, এতিম বাচ্চাদের লালণ-পালণ, শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করাই এ কার্যক্রমের মূল লÿ্য। বর্তমানে রংপুর জেলায় একটি সরকারি শিশু পরিবার (বালিকা) রয়েছে। আসন সংখ্যা বালিকা ১০০ টি। ভবন নির্মাণ কাল ২০০৫ খ্রিষ্টাব্দ।
১৬। সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমঃ এ কার্যক্রমে দুঃস্থ, অনাথ দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের ব্রেইল পদ্ধতিতে শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করাই এ কার্যক্রমের মূল লÿ্য। আসন সংখ্যা (বালক) ১০ টি। উপরের দিকে দ্বিতীয় তলা বৃদ্ধিকরণ ও নীচের তলায় টাইলস করণ এর জন্য বরাদ্দকৃত টাকা ৫৭,৮৭,২০১/- (সাতান্ন লক্ষ সাতাসি হাজার দুইশত এক) টাকা।
১৭। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ-২০১৩ঃ প্রতিবন্ধী জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রতিবন্ধিতা শনাক্তকরন জরিপে রংপুর জেলায় মোট ৪১৪৯৩ জন ডাক্তার কর্তৃক শনাক্ত প্রতিবন্ধীদের মাঝে জাতীয় প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
১৮। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস ও জন্মগত হ্রদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচীঃ দেশের দুঃস্থ অবহেলিত এবং অনগ্রসর জনগনের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে সদাশয় সরকার ২০১১ সালে Support Services For Vulnerable Group (SSVG) শীর্ষক কর্মসূচী চালু করে। তারই ধারাবাহিকতায় রংপুর জেলায় ২০১৩ সাল হতে ২০১৭-১৮ অর্থবছর পর্যমত্ম ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস ও জন্মগত হ্রদরোগী রোগে আক্রামত্ম রোগীদের জন্য এক কালীন ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে ৫৭৫ জন রোগীর জন্য বরাদ্দ পাওয়া গিয়াছে। বিতরন ১০০%
১৯ হাসপাতাল সমাজসেবা কার্যক্রমঃ রংপুর জেলায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শুরম্ন হয় ০৫/০৯/১৯৭৪ ইং তারিখে। হাসপাতালে আগত দরিদ্র অসহায় রোগীদের ভর্তি ও চিকিৎসার ব্যপারে হাসপাতালের যাবতীয় সুযোগ সুবিধা প্রাপ্তিতে সহায়তা করা, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের (গরীব) জীবন রক্ষাকারী ঔষধ, রক্ত, পস্নাষ্টার, চশমা, লেন্স, প্যাথলজিকাল টেষ্ট, মৃত ব্যক্তির সৎকার ইত্যাদি প্রদানে এ কার্যক্রমের মূল লÿ্য। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শুরম্নর পর হতে ২০১৭-১৮ অর্থ বছরের মার্চ পর্যন্ত ৮৮,২৬৪ জন রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
২০। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, রংপুরঃ এ কার্যক্রমটি রংপুর জেলায় শুরম্ন হয় ২০১২ সালে। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা দুর করা, পতিবন্ধীদের মধ্যে বিনা মূল্যে চলাচল সহায়ক উপকরণ প্রদান করা, প্রতিবন্ধীদের তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করা, কাউন্সিলিং করা, চোখ ও কানের পরীক্ষা করা। কার্যক্রম শুরম্নর পর হতে সেবা গ্রহীতা পুরম্নষ ৩০৪৮৭ জন মহিলা ২০৭৯০ জন সর্বমোট ৫১২৭৭ জনকে সেবা প্রদান করা হয়।
২১। শেখ রাসেল দুঃস্থ প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, রংপুরঃ এ কার্যক্রমের মূল লÿ্য ঝুকিপূর্ণ শিশুদের নিরাপদ আশ্রয় স্থল, দিবাকালীন যত্ন প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, ড্রাইসেস ম্যানেজমেন্ট, জীবনমান উন্নয়নমূলক দক্ষতা প্রশিক্ষণ, নেটওয়ারকিং, আইনগত সহায়তা, মানসিক আবেগীয় সহায়তা প্রদান। রংপুর জেলায় একটি বালক ও একটি বালিকা সেন্টার রয়েছে। আসন সংখ্যা বালক ১০০টি এবং বালিকা ১০০টি।
২২। চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি): এ কার্যক্রমের মূল লÿ্য ঝুকিপূর্ণ শিশুদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করণ, আর্থিক সহায়তা প্রদান, জীবনমান উন্নয়ন মূলক দক্ষতা প্রশিক্ষণ, নেটওয়ারকিং, আইনগত সহায়তা, মানসিক আবেগীয় সহায়তা, প্রাথমিক বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। এ কার্যক্রমে রংপুর জেলার গংগাচড়া উপজেলায় ৪৪৯ জন এবং কাউনিয়া উপজেলায় ৩২৯ জন শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২৩। আর.এস.এস কার্যক্রম
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত পল্লী সমাজসেবা (RSS) কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ দারিদ্র্য বিমোচন কর্মসূচি। দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দারিদ্র্য পীড়িত পশ্চাৎপদ, অবহেলিত, দুঃস্থ ও অসহায় এবং সুবিধা বঞ্চিত সকল শ্রেণীর লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এ কর্মসূচির মূল লক্ষ্য। স্বাধীনতা লাভের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের পলস্নী অঞ্চলে বসবাসরত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠিকে স্বনির্ভর ও আত্মপ্রত্যয়ী করার জন্য সর্বপ্রথম ১৯৭৪ সালে তৎকালীন ১৯টি থানায় ‘পল্লী সমাজসেবা (RSS) কার্যক্রম’ চালু করেন যা প্রামিত্মক লক্ষ্যভূক্ত জনগোষ্ঠির কল্যাণে আজ দেশের সকল উপজেলায় বাসত্মবায়িত হচ্ছে। কর্মসূচি সফলভাবে বাস্থবায়নের দীর্ঘ পথ পরিক্রমায় সমাজসেবা অধিদফতর পরিচালিত পলস্নী সমাজসেবা (RSS) কার্যক্রমের সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি দারিদ্র বিমোচন সেক্টরে উজ্জ্বল দৃষ্টামত্ম স্থাপন করেছে। এ কর্মসূচীতে প্রতিটি স্কীমের বিপরীতে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা হতে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা পর্যমত্ম সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।
দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় রংপুর জেলার ক্ষুদ্রঋণ কার্যক্রমের তথ্যাদি (প্রকল্পের শুরু থেকে জুন- ২০১৮ পর্যন্ত)
|
কার্যক্রমের নাম |
কার্যালয় সংখ্যা |
প্রাপ্ত মোট তহবিলের পরিমাণ |
বিনিয়োকৃত মোট তহবিল |
প্রকল্পভূক্ত গ্রামের সংখ্যা |
লক্ষ্যভূক্ত পরিবারের সংখ্যা |
পূনঃবিনিয়োগকৃত তহবিলের পরিমাণ |
সর্বমোট আদায়কৃত সার্ভিস চার্জের পরিমাণ |
সর্বমোট ব্যাংক সুদের পরিমাণ |
আদায়কৃত দলীয় সঞ্চয়ের পরিমাণ |
|
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
১১ |
|
০২ |
পল্লী সমাজসেবা কার্যক্রম (১ম-৬ষ্ঠ) |
০৮ |
২৭৪৯৮১৪৫ |
২৭৪৮২৩৬০ |
৪৪৫ |
৪৪৭৮০ টি |
৬৬০৭১১২৮ |
৩৭৪১৮৫৭ |
৫৪০৯০১৬ |
১৬১৯৩৩১ |
|
০৩ |
পল্লী সমাজসেবা ক্ষুদ্রঋণ কার্যক্রম |
০৮ |
৪২৩০০০০০ |
৩৬৭০০০০০ |
১৩২ |
১০৯৪১ টি |
২৫৪৭৬০০০ |
৩২৪৪৬৬৯ |
১২৩৫৬৭ |
৫২৮৮০৫ |
|
০৪ |
পলস্নী মাতৃকেন্দ্র কার্যক্রম |
০৭ |
১০২২৮৪০০ |
১০২২২৭০০ |
৬৫ |
৩১৬ টি |
২৬৭৯৮০৫০ |
২৭৫৩৬৩৫ |
২১৭৯৩১৮ |
১৫৫০৩১৩ |
|
০৫ |
এসিডদগ্ধ ও প্রতিবন্ধী কার্যক্রম |
০৯ |
১৫২৯১৩২৩ |
১৫০০০৯০০ |
০০ |
১৪২২টি |
১৪৮৮১৩৫০ |
৯৯২০৯৩ |
৫১৪৮১৮ |
৩০৪৪৮৯ |
|
০৬ |
আবাসন কার্যক্রম |
০২ |
৪০০০০০০ |
২১২৭০০০ |
৫২ |
৪২৩ টি |
২৪৮০০০ |
২৮০০৩ |
৩৫৮৩১৬ |
৩৯৪২৫ |
|
০৭ |
শহর সমাজসেবা কার্যক্রম(আরএসএস) |
০১ |
৩৫৫৮৪৮৫ |
৩৫৫৮৪৮৫ |
০৭ |
১২২৮ টি |
৪৮৮৫৫০০ |
৬৮০২৮১ |
১২৮৬০০ |
৭৭৯০০ |
|
|
সর্বমোট |
৩৫ |
১০২৮৭৬৩৫৩/- |
৯৫০৯১৪৪৫/- |
৭০১ টি |
৫৯১১০ টি |
১৩৮৩৬০০২৮/- |
১১৪৪০৫৩৮/- |
৮৭১৩৬৩৫/- |
৪১২০২৬৩/- |
|
২৪। রংপুর জেলাধীন সকল ভাতা সংক্রান্ত ভাতাভোগীর সংখ্যা বিষয়ক উপজেলা ওয়ারী তথ্যাবলীঃ (২০১৭-২০১৮)
ক্রঃ নং |
উপজেলা/ ইউসিডির নাম |
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাভোগীর সংখ্যা |
বয়স্ক ভাতাভোগীর সংখ্যা |
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা |
অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা |
হিজড়া ভাতাভোগীর সংখ্যা |
বেদে অনগ্রসর জনগোষ্ঠির বিশেষ/বয়স্ক ভাতা ভাতাভোগীর সংখ্যা |
সর্বমোট ভাতাভোগী |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
০১ |
জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর |
৩১১ |
০০ |
০০ |
০০ |
০০ |
০০ |
৩১১ |
০২ |
সদর রংপুর |
৫৮ |
৩৬২৬ |
১২৮২ |
৭৬৮ |
১১ |
১২ |
৫৭৫৭ |
০৩ |
তারাগঞ্জ |
৩৫ |
৩৬৫৬ |
১৬৪২ |
৮৩৬ |
০৫ |
২৪ |
৬১৯৮ |
০৪ |
পীরগঞ্জ |
৬২ |
১০৬১০ |
৪৮৯৩ |
২৩৯০ |
১১ |
৩০ |
১৭৯৯৬ |
০৫ |
বদরগঞ্জ |
১৬৩ |
৭৯০৪ |
৩৫২৫ |
১৭৯৭ |
০৫ |
৩০ |
১৩৪২৪ |
০৬ |
গংগাচড়া |
১৫৭ |
৭৮৭৪ |
৩৪৯৫ |
১৮১৯ |
০০ |
৭২ |
১৩৪১৭ |
০৭ |
পীরগাছা |
১৮৭ |
৮৫৮১ |
৩০২৯ |
২০৭২ |
০৪ |
২৪ |
১৩৮৯৭ |
০৮ |
মিঠাপুকুর |
১৫২ |
১৩৪১২ |
৫৪৭৩ |
৩১১২ |
১০ |
৪২ |
১১১০১ |
০৯ |
কাউনিয়া |
৯৫ |
৬৫৪৯ |
২৩৯৯ |
১৯৩১ |
০৪ |
১২ |
১০৯৯০ |
১০ |
ইউসিডি |
০০ |
৯৫৩৪ |
২০২২ |
২৯৬২ |
১৫ |
১৮ |
১৪৫৫১ |
|
সর্বমোট |
১২২০ |
৭১৭৪৬ |
২৭৭৬০ |
১৭৬৫৭ |
৬৫ |
২৬৪ |
১১৮৭৪২ |
|
ভাতার হার |
১০০০০/- |
৫০০/- |
৫০০/- |
৭০০/- |
৬০০/- |
৫০০/- |
|
২৫।সামাজিক নিরাপত্তা কর্মসূচী
জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর।
এম.আই.এস
জেলার নামঃ রংপুর। |
০৪/০৬/২০১৮ |
০৮/০৭/১৯১৮ |
|
২০১৭-১৮ অর্থ বছর |
|
|
কার্যালয় |
মোট |
পুর্ববর্তী মাসের ডাটাএ্যান্ট্রি |
বর্তমান |
বর্তমান |
ডাটাএ্যান্ট্রি বাকী |
হার % |
বদরগঞ্জ |
১৩৪২৪ |
১০৪৪৩ |
১০৪৪৫ |
২ |
২৯৭৯ |
৭৮ |
গংগাচড়া |
১৩৪১৭ |
১১৪৭৮ |
১১৫১৪ |
৩৬ |
১৯০৩ |
৮৬ |
কাউনিয়া |
১০৯৯০ |
৯০৮৯ |
৯১০৬ |
১৭ |
১৮৮৪ |
৮৩ |
মিঠাপুকুর |
২২২০১ |
১৯৪৬২ |
১৯৪৬৩ |
১ |
২৭৩৮ |
৮৮ |
পীরগাছা |
১৩৮৯৭ |
১০২০০ |
১০২১১ |
১১ |
৩৬৮৬ |
৭৩ |
পীরগঞ্জ |
১৭৯৯৬ |
১৬২৫৩ |
১৬২৬৬ |
১৩ |
১৭৩০ |
৯০ |
তারাগঞ্জ |
৬১৯৮ |
৫৩৬৮ |
৫৩৬৮ |
০ |
৮৩০ |
৮৭ |
সদর |
৫৭৫৭ |
৩৪৮০ |
৩৮২৯ |
৩৪৯ |
১৯২৮ |
৬০ |
ইউসিডি |
১৪৫৫১ |
১২০৫৫ |
১২০৫৫ |
০ |
২৪৯৬ |
৮৩ |
রংপুর জেলা |
১১৮৪৩১ |
৯৭৮২৮ |
৯৮২৫৭ |
৪২৯ |
২০১৭৪ |
৮৩ |
২০১৭-১৮ অর্থ বছর পর্যন্ত মোট বরাদ্দ ১১৮৪৩১ জন।
ডাটাএ্যান্ট্রি হযেছে ৯৮২৫৭ জন।
অবশিষ্ট ২০১৭৪ জন (প্রক্রিয়াধীন)
২৬। রংপুর জেলাধীন সকল শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের শিক্ষার্থীদের উপজেলা ওয়ারী তথ্যাবলীঃ (২০১৭-২০১৮)
ক্রঃ নং |
কার্যালয়ের নাম |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি গ্রহনকারীর সংখ্যা |
হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি |
বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি |
|
||||||||||||
প্রাথমিক |
মাধ্যমিক |
উচ্চ মাধ্যমিক |
উচ্চতর |
মোট |
প্রাথমিক |
মাধ্যমিক |
উচ্চ মাধ্যমিক |
উচ্চতর |
মোট |
প্রাথমিক |
মাধ্যমিক |
উচ্চ মাধ্যমিক
|